মঞ্জুর ভেবেছিলেন আলু ৫০ টাকার কমে পাবেন
বাজারে গিয়ে সবজি-মুরগির বাড়তি দর শুনে আলু কিনেই বাজার শেষ করতে হয়েছে বেসরকারি কোম্পানির এই চাকরিজীবীকে।
ঢাকার খিলক্ষেত কাঁচা বাজারে মাঝবয়সি এক ব্যক্তি আলু কিনছিলেন, পাঁচ কেজি নিলেন ২৭০ টাকায়।
কাছে গিয়ে কথা হলে একপর্যায়ে নাম বললেন। মঞ্জুর হোসেন নামে এই ব্যক্তি প্রতি কেজি আলু কিনেছেন ৫৪ টাকা করে। ভেবেছিলেন, ভারত থেকে আলু আমদানি হওয়ায় বাজারে দাম কমই পাবেন; অন্তত ৫০ টাকার নিচে নামবে। কিন্তু তা হয়নি।
আলু কেনার পর একই বাজারে আরও কয়েকটি সবজির দোকান ঘুরতে দেখা গেল তাকে। দুটি দোকানে দামাদামিও করেন, তবে কিছু কিনলেন না।
TAGS Hot News