/ Jun 29, 2025

ডিবিতে আর আয়নাঘর-ভাতের হোটেল থাকবে না: ডিবি প্রধান

সাতকাহন ডেস্কঃ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে কোনো আয়নাঘর থাকবে না। এমনটাই জানিয়েছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা পুলিশের নবনিযুক্ত অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।

আজ শনিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ‘মিট দ্যা প্রেসে’ রেজাউল করিম মল্লিক এ কথা বলেন। তিনি বলেন, ‘ডিবির কার্যালয়ে আর কোনো আয়নাঘর থাকবে না। মানুষের আস্থার স্থল হবে এটি। ডিবির নাম শুনলে মানুষ ভয় পাবে না, অপরাধীরা ভয় পাবে।’

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘ডিবির কলঙ্কিত অধ্যায় শেষ করে সেটিকে পবিত্র করা হবে। এখানে মানুষ ন্যায়বিচার পাবেন। আসামি যেই হোক না কেন, তিনি নির্যাতিত হবেন না। এখানে কোনো নায়ক-নায়িকা বা সেলিব্রেটিদের সময় কাটানোর জায়গা হবে না, থাকবে না কোনো ভাতের হোটেল।’ ডিএমপির ডিবি অতীতের একাধিক প্রধানের বিভিন্ন ধরনের বিতর্কিত কার্যকলাপ ইঙ্গিত করে রেজাউল করিম মল্লিক এসব কথা বলেন।

সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ বিভিন্ন সময়ে রাজনৈতিক নেতা এবং সেলিব্রেটিদের নিয়ে অফিসে খাবার খাওয়াতেন। যা পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হতো। তাঁর এই কর্মকাণ্ড নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। চলচ্চিত্র অঙ্গনের অনেককে ডিবি অফিসে ডেকে নেওয়া হয়েছে বিভিন্ন সময়। তাদের মুচলেকা দেওয়া এবং দুঃখ প্রকাশের ঘটনাও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে অতীতে।

সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া সমন্বয়কদের নিরাপত্তা দেওয়ার কথা বলে ডিবি অফিসে আটকে রাখা হয়। তাদের সঙ্গে হারুন অর রশিদের খাবার খাওয়া এবং তাদের দিয়ে সংবাদ সম্মেলন করিয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া দেশব্যাপী সমালোচনা হয়। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর হারুন অর রশিদ আত্মগোপনে চলে যান। এরপর থেকে তিনি আর কর্মস্থলে যাননি।

ডিবির এসব বিতর্কিত কর্মকাণ্ডের নেপথ্যে ছিলেন হারুন অর রশিদ। এই কর্মকাণ্ডের সমালোচনা করেছেন বর্তমান ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, ‘ডিবিতে এ ধরনের কার্যকলাপ আর হবে না। ডিবি অফিস মানুষের আস্থার স্থল হিসেবে গড়ে তুলতে চাই।’ তিনি বলেন, ‘ডিবি যে ভীতিকর কিছু নয়, তা গত ৫ আগস্টের পর থেকে আপনারা দেখছেন। মানুষের কাছে গণমাধ্যম তা পৌঁছে দিচ্ছে।’

ডিবিতে কোনো দুর্নীতিবাজ কর্মকর্তাকে আশ্রয় দেওয়া হবে না উল্লেখ করে রেজাউল করিম মল্লিক বলেন, ‘ডিবিতে সব চৌকস কর্মকর্তাদের প্রদান করা হয়েছে। এখানে কোনো অনিয়ম ও দুর্নীতি আশ্রয় পাবে না।’ তিনি বলেন, ‘ডিবির ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য যা যা করা প্রয়োজন, তা করা হবে। সাধারণ মানুষ যাতে সুবিচার পায় এবং অন্যায় জুলুম থেকে যাতে বাঁচতে পারে সেটি সুনিশ্চিত করা হবে।’ ডিবির কোনো কর্মকর্তা বা সদস্য যদি অনিয়ম অসদাচরণের সঙ্গে যুক্ত হয় তাহলে তাদেরও ছাড় দেওয়া হবে না বলে তিনি ঘোষণা দেন।

কিছুদিন পরই শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ডিবির নতুন প্রধান সনাতন ধর্মীয় নাগরিকদের শুভেচ্ছা জানিয়ে তাদের নিরাপত্তার সব ধরনের বিষয় নিশ্চিত করা হয়েছে বলেও জানান।
সূত্র-আজকের পত্রিকা

satkahan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অভ্যুত্থানের পরও জিডি নিতে অনীহা পুলিশের

ডেস্ক নিউজঃ গুমের শিকার ব্যক্তির স্বজন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে নেওয়া হত না। বরং জিডি করলে নিখোঁজ ব্যক্তি […]

পিআর পদ্ধতি দাবির উদ্দেশ্য নির্বাচন বানচাল বা বিলম্ব করা: সালাহউদ্দিন

ডেস্ক নিউজঃ বাংলাদেশের প্রেক্ষাপটে পিআর পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয় মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘যারা পিআর […]

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সরে দাঁড়ালেন উমামা ফাতেমা

নিজস্ব প্রতিবেদকঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সরে দাঁড়ালেন সংগঠনটির সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। গতকাল শুক্রবার এক ফেসবুক পোস্টে এই ঘোষণা […]

সাম্প্রতিক >

সম্পাদক
সনি আজাদ

মন্ত্রী রোড, চারঘাট, রাজশাহী
+880 171 801 5136
sonyahmed802271@gmail.com

© 2024 SatkahanBD. All rights reserved