গ্রেড উন্নয়নের দাবিতে অনশনে অডিটররা

গ্রেড উন্নয়নের দাবিতে অনশনে অডিটররা

বেতন দশম গ্রেডে উন্নীত করার দাবিতে অনশন কর্মসূচি পালন করছেন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের আয়-ব্যয় নিরীক্ষার সঙ্গে সম্পৃক্ত অডিটররা।

মঙ্গলবার সকাল থেকে রাজধানীর সেগুনবাগিচায় হিসাব ভবনের সামনে দেশের বিভিন্ন জায়গা থেকে আসা অডিটররা জড়ো হয়ে পূর্বঘোষিত এ কর্মসূচি শুরু করেন।

সেখানে আন্দোলনকারীদের মুখপাত্র আহমেদুর রহমান ডালিম বলেন, “একই পদে দুই ধরনের বেতন থাকায় আমরা বৈষম্যের শিকার। এটা কখনো প্রশাসনিক সিদ্ধান্ত হতে পারে না। আমাদের দাবি কর্তৃপক্ষকেই নৈতিকভাবে এবং দায়িত্বশীলতার সঙ্গে সমাধান করতে হবে।”

মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি), হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ) ও কন্ট্রোলার জেনারেল অব ডিফেন্স ফাইন্যান্স (সিজিডিএফ) কার্যালয়ের অধীন বিভিন্ন দপ্তরের ১১তম গ্রেডের প্রায় ৭ হাজার কর্মকর্তা গত ২৫ অগাস্ট থেকে কর্মবিরতিতে আছেন। তবে দাবি পূরণ না হওয়ায় এখন তারা অনশন কর্মসূচি শুরু করলেন।

বছর কয়েক আগে রিট মামলার মাধ্যমে ৬১ জন অডিটরের বেতন দশম গ্রেডে উন্নীত হয়। পরে অন্যরাও একই পথ অনুসরণ করে গ্রেড উন্নয়নের পক্ষে রায় পান।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )