/ Feb 15, 2025

পুরোনো বোতলে নতুন ফেনসিডিল

নিজস্ব প্রতিবেদকঃ ফেনসিডিল চোরাচালানের অন্যতম রুট হিসেবে পরিচিত রাজশাহীর সীমান্তবর্তী দুই উপজেলা চারঘাট ও বাঘা। ভারত থেকে পদ্মা নদী হয়ে এই দুই উপজেলা হয়ে দেশে ঢুকত হাজার হাজার বোতল ফেনসিডিল। তবে গত দুই-তিন বছর ধরে বিজিবি ও পুলিশের হাতে বড় কোনো ফেনসিডিলের চালান ধরা পড়েনি। প্রথম দিকে মাদক পাচার কমেছে মনে হলেও সম্প্রতি বেরিয়ে এসেছে থলের বিড়াল। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে নতুন পন্থায় ফাঁদ পেতেছে মাদক কারবারিরা। ভারত থেকে তরল ফেনসিডিল, অন্যতম কাঁচামাল কোডিন পাওডার ও বোতলের লেভেল আনছে তারা। এরপর পুরোনো বোতলে ফেনসিডিল ভরে বিক্রি হচ্ছে খুচরায়।

সীমান্তবাসী এবং আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিটের সঙ্গে কথা বলে জানা যায়, বোতলজাত ফেনসিডিলের ক্ষেত্রে চালান বড় হলেই ধরা পড়ার সম্ভাবনা বেড়ে যায়। এ কারণে বর্তমানে বোতলজাত ফেনসিডিল আসছে না বললেই চলে। নৌপথে তেলের পাঁচ থেকে দশ লিটারের জারে তরল ফেনসিডিল ও বোতলের লেবেল আনা হচ্ছে। এ ছাড়া ফেনসিডিল তৈরির পাউডার কোডিনও আসছে। এরপর সীমান্তবর্তী চরে অথবা ফাঁকা মাঠে এগুলো পুরোনো বোতলে ভরে খুচরা বিক্রি করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেওয়া সহজ হওয়ায় দেশের বিভিন্ন স্থানেও একই পদ্ধতিতে তরল ফেনসিডিল পাঠানো হচ্ছে।

চারঘাট মডেল ও বাঘা থানা থেকে জানা যায়, গত এক বছরে এ দুই থানায় ৮১৩টি মামলা হয়েছে। এর মধ্যে ৬৮২টিই (৮৩ শতাংশ) মাদকের। কিন্তু এই সময়ে মাদক মামলার অধিকাংশই ১০-২০ বোতল ফেনসিডিল জব্দের।
সরেজমিন চারঘাট ও বাঘা সীমান্তে পদ্মা নদীর পাড়ে কথা হয় জেলেদের সঙ্গে। কার্ডধারী জেলে সাহাবুদ্দিন আলী বলেন, দুই উপজেলা মিলে প্রায় তিন হাজার কার্ডধারী জেলে আছে। কিন্তু সবাই মাছ ধরতে নদীতে যায় না। অনেকেই নৌকা-জাল নিয়ে নদীতে নেমে ভারতীয় জেলেদের জন্য অপেক্ষা করে। ভারতীয় জেলেরা মাঝ নদীতে এসে নৌকা থেকে পাউডার কিংবা বোতলে করে তরল ফেনসিডিল, লেবেল এগুলো দিয়ে যায়। পরে সুবিধাজনক জায়গায় এনে পুরোনো বোতলে ভরা হয়। এরপর বিশেষ যন্ত্র দিয়ে নতুন লেবেল লাগিয়ে বিক্রি করা হয়।

স্থানীয় কয়েকজন মাদক কারবারির সঙ্গেও কথা হয়। তারা নাম প্রকাশ না করার শর্তে জানান, তারা দুই লিটার তরল ফেনসিডিল নিয়ে আসতে পারলে এর সঙ্গে দেশীয় বিভিন্ন কোম্পানির কাশির সিরাপ ও ঘুমের ট্যাবলেট মিশ্রণ করে ৫০-৬০ বোতল ফেনসিডিল তৈরি করেন। আসল ফেনসিডিলের দাম প্রতি বোতল ২৫০০-৩০০০ টাকা। তারা এক বোতল বিক্রি করেন ১৫০০-২০০০ টাকায়। সংগ্রহে থাকা পুরোনো বোতল পরিষ্কার করে বিশেষ যন্ত্রের সাহায্যে বোতলের গায়ে ও মুখে নতুন লেবেল সাঁটিয়ে তারা এগুলো বিক্রি করেন। দেশের বিভিন্ন শহরেও একইভাবে তরল ফেনসিডিল ও লেবেল পাঠানো হয়।

চারঘাট উপজেলা মাদক প্রতিরোধ কমিটির সভাপতি সাইফুল ইসলাম বাদশা বলেন, আশপাশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে গাড়ি নিয়ে এসে লোকজন ফেনসিডিল সেবন করে চলে যাচ্ছে। কিন্তু কোথাও বোতল পড়ে থাকতে দেখা যাচ্ছে না। প্রথম আমরা মনে করেছিলাম হয়তো মাদক পাচার কমে গেছে। এখন খোঁজ নিয়ে জেনেছি, পুরোনো বোতলে নতুন মাদক ঢুকিয়ে বিক্রি হচ্ছে। কৌশল পাল্টে আরও বেপরোয়া হয়েছে মাদক কারবারিরা।

বাঘার মীরগঞ্জ এলাকার ভাঙারি ব্যবসায়ী শরীফ আলী বলেন, আগে সীমান্তের এসব এলাকা থেকে প্রতি মাসে অন্তত ১০ বস্তা ফেনসিডিলের খালি বোতল কেজি দরে বিক্রির জন্য আসত। কিন্তু এখন হাফ বস্তাও হয় না। কিছু বোতল গ্রামে ফেরি করা ভাঙারিদের কাছে পাওয়া গেলেও সেগুলো পিচ হিসেবে অতিরিক্ত দামে অনেকে কিনে নিয়ে যায়।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহীর (সার্কেল-খ) পরিদর্শক সাইফুল আলম বলেন, প্রতি মাসে চারঘাট ও বাঘা উপজেলায় ১০-১৫টি অভিযান পরিচালনা করি। কিন্তু এখন ফেনসিডিল ধরা অনেক কঠিন। কোডিন পাউডার দেশে এনে কাশির সিরাপের সঙ্গে মিশিয়ে ফেনসিডিল তৈরি করা হচ্ছে। বোতলের পাশাপাশি পলিথিনেও লিকুইড ফেনসিডিল পরিবহন করা হচ্ছে। কিছুদিন আগে এমন একটি চালান জব্দ করা হয়। কৌশল পরিবর্তন করায় চালান ধরতে বেগ পেতে হচ্ছে।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চারঘাটের ইউসুফপুর কোম্পানি কমান্ডার সুবেদার হাবিবুর রহমান বলেন, তেলের জার কেউ সন্দেহ না করায় মাদক কারবারিরা এ পন্থা নিয়েছে। এখন আরও সতর্কতার সঙ্গে সীমান্তে দায়িত্ব পালন করা হচ্ছে।

চারঘাট-বাঘা সার্কেলের সিনিয়র সহকারী
পুলিশ সুপার প্রণব কুমার বলেন, কৌশল পাল্টালেও মাদক কারবারিদের দমনে আমাদের অভিযান চলমান আছে।

satkahan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চারঘাট পৌরসভার পূজামণ্ডপে বিএনপি নেতা নজমুল হকের অনুদান

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর চারঘাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক নজমুল হক বলেছেন, বিগত দিনেও চারঘাট পৌর বিএনপি হিন্দু […]

ডিবিতে আর আয়নাঘর-ভাতের হোটেল থাকবে না: ডিবি প্রধান

সাতকাহন ডেস্কঃ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে কোনো আয়নাঘর থাকবে না। এমনটাই জানিয়েছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) […]

চারঘাট সীমান্তে উত্তেজনা আতঙ্কে মৎস্যজীবী-কৃষক

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর চারঘাট সীমান্তে পাল্টাপাল্টি দুই দেশের চার জেলেকে আটকের পর বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ফলে […]

সাম্প্রতিক >

সম্পাদক
সনি আজাদ

মন্ত্রী রোড, চারঘাট, রাজশাহী
+880 171 801 5136
sonyahmed802271@gmail.com

© 2024 SatkahanBD. All rights reserved