
নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র সিরাতুন্নবী (সা:) উপলক্ষে রাজশাহীর চারঘাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় উপজেলার চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এই কর্মী সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামী চারঘাট পৌরসভার আমীর নকিব উদ্দীন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা পূর্ব শাখার আমির রেজাউর রহমান।
চারঘাট পৌরসভা শাখা জামায়াতের আয়োজনে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা পূর্ব শাখার সেক্রেটারী নাজমুল হক, চারঘাট উপজেলা শাখার আমীর আবুল কালাম আজাদ, শ্রমিক কল্যান ফেডারেশন রাজশাহী জেলা পূর্ব শাখার সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ। এসময় চারঘাট পৌর জামায়াতের বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীবৃন্দরা উপস্থিত ছিলেন।
কর্মী সম্মেলনে জামায়াত নেতারা বলেন, অতীতের সরকার দেশের সকল প্রকার মানুষের অধিকার বঞ্চিত করেছিলেন। ফলে মুক্তিকামী ছাত্র-জনতা তাদেরকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছেন। অসুস্থ সংস্কৃতিকে পরিবর্তন করে দেশের অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কাজ করছে জামায়াত ইসলামী। দেশের সার্বিক কল্যান নিশ্চিতের জন্য সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তাঁরা।